ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

পদ্মা সেতুর চতুর্থ স্প্যান স্থাপনের প্রস্তুতি শুরু

প্রকাশিত : ০৮:৩৭ এএম, ১৯ মার্চ ২০১৮ সোমবার

পদ্মা সেতুর চতুর্থ স্প্যান স্থাপনের প্রস্তুতি শুরু হয়েছে। ৭ই নম্বর স্প্যানটি এখন ওয়ার্কসপের পেইন্টিং শেডে নেয়া হয়েছে। বৃহস্পতিবার এটি নেয়ার পর থেকেই রং করার আগের কাজগুলো করা হয়েছে।

স্প্যানটি বহনের জন্য ৩৬শ’ টন ওজন বহনের ক্ষমতার ভাসমান ক্রেনের জাহাজটিও বিশেষায়িত ওয়ার্কশপের জেডির অপর প্রান্তে নোঙ্গর করা হয়েছে। ৭ই নম্বর স্প্যানটি বহন করে নিয়ে ৪০ ও ৪১ নম্বর পিলারের উপরেই বসবে ৪র্থ স্প্যান। ৪১ নম্বর পিলারটি স্প্যান বসানোর উপযোগী করা হচ্ছে।

সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন চতুর্থ স্প্যান লাগাতে ৪২ নম্বর খুঁটিও উপযোগী হয়ে যাবে। তাই ৫ম স্প্যান অর্থাৎ ৭ এফ স্প্যান বসবে এই ৪১ ও ৪২ নম্বর খুঁটিতে।

সূত্র : বাসস

এসএ/