ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

চীনের প্রেসিডেন্ট জিন পিংকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ০৮:৪৬ এএম, ১৯ মার্চ ২০১৮ সোমবার | আপডেট: ০৮:৪৬ এএম, ১৯ মার্চ ২০১৮ সোমবার

আবারও শি জিন পিংক প্রেসিডিন্ট নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক অভিবন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে অংশীদারিত্বের সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে তিনি চীনা নেতার সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অপেক্ষায় রয়েছেন।

এক বার্তায় তিনি চীনের প্রেসিডেন্টের উদ্দেশে বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতা ও বন্ধুত্বের বন্ধন আরও বৃদ্ধি করার লক্ষ্যে আমি আপনার সঙ্গে নিবিড়ভাবে কাজ করার জন্য অপেক্ষায় আছি।’

শেখ হাসিনা বলেন, জিন পিং-এর বিচক্ষণ ও দৃশ্যমান নেতৃত্বের কারণে অর্থনৈতিক ক্ষেত্রে চীনের বিস্ময়কর অগ্রগতি বাংলাদেশ অনেক শ্রদ্ধার সঙ্গে দেখে।

তিনি বলেন, ‘আপনার পুনর্নির্বাচন আপনার গতিশীল নেতৃত্বের স্বীকৃতি এবং চীনের জনগণের কাছে তা বিশ্বাসযোগ্য হিসেবে প্রতীয়মান।’

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশের প্রতি চীনের আগ্রহ ও সহযোগিতা প্রদান এবং তা অব্যাহত রাখার বিষয়টি বাংলাদেশ গভীরভাবে উপলব্ধি করে।

শেখ হাসিনা চীনের বন্ধুপ্রতিম জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধিও কামনা করেন।

সূত্র : বাসস

এসএ/