ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে

প্রকাশিত : ০৯:৫৭ এএম, ১৯ মার্চ ২০১৮ সোমবার | আপডেট: ০৯:৫৯ এএম, ১৯ মার্চ ২০১৮ সোমবার

দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৭ লাখে। গত কয়েক বছর ধরে দেশে ২৬ লাখ বেকার থাকলেও এবার তা বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (এস) সর্বশেষ শ্রমশক্তি জরিপের তথ্যানুযায়ী ২০১৬-১৭ অর্থবছর শেষে দেশে ১৪ লাখ পুরুষ এবং ১৩ লাখ নারী বেকার। জানুয়ারি থেকে মার্চ এ সময়কালে বেকারত্বের হার সবচেয়ে বেশি ছিল। এসময় সর্বোচ্চ ২৯ লাখ মানুষ বেকার ছিল। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মানদণ্ড ব্যবহার করে বেকারত্বের এ হিসাব করে এস। ওই মানদণ্ড অনুযায়ী সক্ষম জনগোষ্ঠী যারা সপ্তাহে অন্তত এক ঘণ্টাও কাজ করেন না, তাদেরকে বেকার হিসেবে গণ্য করা হয়েছে।

দেশে ২০১০, ২০১৩ এবং ২০১৫-১৬ অর্থবছরেও বেকার ছিলেন ২৬ লাখ এস এর হিসাব অনুযায়ী। কিন্তু ২০১৬-১৭ অর্থবছরে এই সংখ্যা বেড়ে ২৭ লাখ হয়েছে। তবে বেকারত্বের হার আগের বছরের মতো ৪ দশমিক ২ শতাংশে স্থির রয়েছে। শ্রমশক্তি জরিপের প্রতিবেদনটি আজ সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ২০১৬-১৭ অর্থবছর দেশে রেকর্ড ৭ দশমিক ২৮ ভাগ প্রবৃদ্ধি হয়েছে। কিন্তু কর্মসংস্থানের হার আগের মতো রয়ে গেছে। কর্মে নিয়োজিতদের সংখ্যা বাড়লেও এর গতি আগের বছরের তুলনায় কমেছে। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন ইত্তেফাককে বলেন, এই তথ্যে প্রবৃদ্ধির গুণগত মান নিয়ে প্রশ্ন উঠে। যে বছর রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে সেবছর বেকার বেড়ে যাওয়ার অর্থ হলো এই প্রবৃদ্ধি কর্মসংস্থানে ভালো প্রভাব ফেলেনি। তবে এ বছর বিপুল শ্রমিক দেশের বাইরে কর্মসংস্থানের জন্য গিয়েছে। কিন্তু সেভাবে দেশে নতুন কর্মসংস্থান গড়ে উঠেনি।

এসের প্রতিবেদনের তথ্যানুযায়ী, দেশে ২০১৫-১৬ অর্থবছরে ২৬ লাখ মানুষ বেকার ছিল। সেই অর্থবছরও জানুয়ারি থেকে মার্চ সময়কালে সর্বোচ্চ ২৭ লাখ মানুষ বেকার ছিল। বেকারত্বের হার বিশ্লেষণ করে দেখা যায়, ২০১৫-১৬ অর্থবছরের তুলনায় ২০১৬-১৭ অর্থবছর দেশে শহরাঞ্চলে নারী বেকারের সংখ্যা বেড়েছে। এসময় চার লাখ থেকে পাঁচ লাখ নারী বেকার হয়েছে। তবে দেশে নারীর কর্মসংস্থানেও ব্যাপক পরিবর্তন এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশে কৃষি ক্ষেত্রে কর্মসংস্থান কমেছে দুই দশমিক ৮ ভাগ। শিল্প খাতে বৃদ্ধির হার এক দশমিক ৮ ভাগ এবং সেবাখাতে বৃদ্ধির হার ৭ দশমিক ৮ ভাগ। বিগত এক বছরে নতুন কর্মসংস্থান হয়েছে ১৩ লাখ। কর্মে নিয়োজিতদের মর্যাদা অনুযায়ী তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশের গৃহস্থালি কাজে বিনা বেতনে কর্মে নিয়োজিতদের সংখ্যা কমে আসছে। অধিক হারে নারীরা ‘আন পেইড’ থেকে ‘পেইড’ কর্মসংস্থানে আসছে। বৈদেশিক কর্মসংস্থানের তথ্যে দেখা যায়, দেশে ২০১৭ সালে এক বছরে দশ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। তবে বিগত বছরগুলোর মতো ২০১৬-১৭ অর্থবছরেও বেকারত্বের হার ৪ দশমিক ২ ভাগে অপরিবর্তীত রয়েছে।

তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০১৬-১৭ অর্থবছরে দেশে কর্মে নিয়োজিত ছিল ৬ কোটি ৩৫ লাখ মানুষ। এর মধ্যে ১৫ থেকে ২৯ বছর বয়সী রয়েছেন ২ কোটি ১ লাখ। এই তরুণদের মধ্যে ১ কোটি ৩১ লাখ পুরুষ এবং ৭২ লাখ নারী।

এসএইচ/