ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

এটি নজিরবিহীন আদেশ: জয়নুল আবেদীন

প্রকাশিত : ১০:৫২ এএম, ১৯ মার্চ ২০১৮ সোমবার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল বিভাগের দেয়া আদেশকে নজিরবিহীন বলে দাবি করেছেন তার আইনজীবী জয়নুল আবেদীন। তিনি বলেন, আদালত জামিন স্থগিতের কোনো কারণ উল্লেখ করেননি। এটি নজিরবিহীন আদেশ।
সোমবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষ ও দুদকের লিভ টু আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার জামিন স্থগিতের আদেশ দেন।
এছাড়া রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন-দুদককে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দেন আদালত।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এর পর থেকে তিনি নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে আছেন। একই মামলায় বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
/এআর /