অচল সংসদেও পিপিপির সঙ্গে জোট নয়: ইমরান খান
প্রকাশিত : ১০:৫৪ এএম, ১৯ মার্চ ২০১৮ সোমবার
আগামী জাতীয় নির্বাচনে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে কোন জোট গড়া হবে না বলে আবারও সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান।
গত রোববার পাকিস্তানের রাজধানী করাচির বেশ কয়েকটি জায়গায় জনসভা করেছে তেহরিক প্রধান ইমরান খান। এরপরই এক করাচির জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। এদিকে সদস্য সংগ্রহ অভিযানে রাজনীতির মাঠ চষে বেড়াচ্ছেন ইমরান খান।
আগামী জাতীয় নির্বাচনে তার দলের ভাবনা ও বিভিন্ন পক্ষ থেকে কোয়ালিশন জোট গঠনের যে গুজব রটেছে এ বিষয়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইমরান খান। সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্ট করে আমাদের সরকার গঠনের যে গুজব রটেছে তা পুরোপুরি মিথ্যা।
এসময় তিনি বলেন, যদি সরকার গঠনে কোন দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পায়, তারপরও পিপিপির সঙেগ কোন জোট নয়। এসময় মি. খান বলেন, যে দলটির জুলুম আর অনিয়মের বিরুদ্ধে গত ২২টি বছর ধরে, কথা বলে আসছি তাদের সঙ্গে কিভাবে জোট হবে।
সূত্র: দ্য ডন
এমজে/