রাষ্ট্রীয় ব্যাংকের রিজার্ভ বাড়ছে প্রবাসী কর্মজীবিদের রেমিট্যান্সে
প্রকাশিত : ১০:২৩ এএম, ১৮ মে ২০১৬ বুধবার | আপডেট: ১০:২৩ এএম, ১৮ মে ২০১৬ বুধবার
প্রবাসী কর্মজীবিদের রেমিট্যান্সে বাড়ছে রাষ্ট্রীয় ব্যাংকের রিজার্ভ, দেশ এগুচ্ছে মধ্যম আয়ের দেশগুলোর কাতারে। এমন অবস্থায় অদক্ষ শ্রম রপ্তানীর বিপরীতে দক্ষ শ্রমিক পাঠাতে পারলে আরো সুদৃঢ় হবে অর্থনীতি এমনটা মত বিশেষজ্ঞদের। সেক্ষেত্রে চট জলদি কারিগরি শিক্ষার অবকাঠামোগত উন্নয়ন আর প্রযুক্তিগত আধুনিকায়নের পরামর্শও তাদের।
তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মধ্যম আয়ের দেশে। উচ্চ শিক্ষার পাশাপাশি তাই চাই কারগরি শিক্ষায় শিক্ষিত নাগরিক, চাই দক্ষ জনবল। বিশের¦ অগণতি উন্নত দেশের অতীত ইতিহাস অনÍত সেই তথ্যই দেয়।
সেখানে বাংলাদেশে কারিগরি শিক্ষা মানেই যেন সুবিধা বঞ্চিত আর কম মেধাবীদের শিক্ষা, এমন ভুল ধারণা আর মানসিকতা দূর করতে সবাইকে উদ্যোগি হবার পরামর্শ সাবেক এই শিক্ষা উপদেষ্টার।
সরকারও চাইছে এই খাতে আসুক উৎকর্ষতা, আছে দেশি-বিদেশী বিনিয়োগ কিন্তু চাই প্রযুক্তিগত আধুনিকায়ন।
সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসার পরামর্শ এই শিক্ষানীতি প্রণেতার।
২০২১ সালের মধ্যে শতকরা ২০ জন কারিগরি শিক্ষায় শিক্ষিত হবে এই যখন চ্যালেঞ্জ তখন এ খাতে বিনিয়োগের কোনো বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা।