ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

চীনে শুরু হচ্ছে স্মরণকালের বড় সামরিক মহড়া

প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ১৯ মার্চ ২০১৮ সোমবার | আপডেট: ০৩:৫৫ পিএম, ১৯ মার্চ ২০১৮ সোমবার

আবারও উত্তপ্ত হতে শুরু করেছে ভারত-চীন সীমান্ত। আর এর জের ধরেই দেশটি তার সামরিক মহড়ার মাধ্যমে নিজেদের শক্তির জানান দিয়ে আসছে। এরই মধ্যে চীনের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ মহড়া শুরু করতে যাচ্ছে দেশটি। এই মহড়ায় যোগ দিচ্ছে অন্তত ১০ হাজার সেনা। ২ হাজার কিলোমিটার পার করে তাদের নিয়ে যাওয়া হচ্ছে মহড়ার জন্য।

সোমবার দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশের দু`টি সামরিক ঘাঁটিতে সেইসব সেনা পৌঁছাবে। এইভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় এত সেনার সমাগম গঠিয়ে মহড়া দেওয়া চীনের ইতিহাসেই প্রথম ঘটনা বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম।

জানা গেছে এই মহড়ায় শুধু বিশাল সংখ্যক সেনাই নয়, থাকছে সামুদ্রিক যান, বিমান ও মোটর ট্রান্সপোর্ট। জরুরি অবস্থা চলাকালে দেশটির সেনাদের প্রস্তুত রাখতেই বিশেষ প্রস্তুতি নিচ্ছে চীন। এই সেনারা পাহাড়ি এলাকা ও জঙ্গলে ট্রেনিং নেবে।

সূত্র: শিনহুয়া
এমজে/