ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

পুঁজিবাজারের সব খবর

প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ১৯ মার্চ ২০১৮ সোমবার

ফের বড় দরপতন দেশের পুঁজিবাজারে: আবারো বড় দরপতন হয়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। সোমবার সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। তবে লেনদেনে ছিল মিশ্রাবস্থা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ২৫৮টির, আর ২৮টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫৮ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৬৬৩ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৫১২ কোটি টাকা। যার মধ্যে সামিট পাওয়ার লিমিটেডের প্রায় ২৬০ কোটি টাকার একটি ব্লক ট্রেড ছিল।

অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২২৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ১৭৬টির, আর ১৯টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ১২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক: ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ২০ মার্চ। সভায় ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।
ইউনাইটেড ইন্স্যুরেন্স ও ব্র্যাক ব্যাংক: ইউনাইটেড ইন্স্যুরেন্স ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ২২ মার্চ। সভায় ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।
মার্কেন্টাইল ব্যাংক: মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ২৪ মার্চ। সভায় ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।
ফ্যাস ফাইন্যান্স: ফ্যাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ২৭ মার্চ। সভায় ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।
স্পট মার্কেটের খবর: গ্ল্যাক্সো স্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে।
শেয়ারের রেকর্ড ডেট: রেকর্ড ডেটের কারণে ২০ মার্চ গ্রামীণফোন ও লিন্ডে বাংলাদেশ লিমিটেডের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। পরের কার্যদিবসে আবারো লেনদেনে ফিরবে কোম্পানিগুলো।

 

আর