ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

রংপুরে প্রচন্ড ঝড়ে ৫শ ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৪০, উপড়ে গেছে শত শত গাছপালা

প্রকাশিত : ১১:২৮ এএম, ১৮ মে ২০১৬ বুধবার | আপডেট: ১১:২৮ এএম, ১৮ মে ২০১৬ বুধবার

রংপুরে প্রচন্ড ঝড়ে রংপুর নগরী থেকে জেলার বদরগজ্ঞ ও মিঠাপুকুর উপজেলায় প্রায় ৫শ কাঁচাঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘর চাপা পড়ে অন্তত ৪০ জন আহত হয়েছে। উপড়ে গেছে শত শত গাছপালা। মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে প্রচন্ড বেগে প্রায় আধা ঘন্টা ধরে চলা ঝড়ে বদরগজ্ঞ উপজেলার কয়েকটি ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। ঘরবাড়ি বিধ্বস্ত হওয়াসহ বিদ্যুতের সঞ্চালন লাইনের তার ছিড়ে যাওয়ায় পুরো নগরী এবং ৮ উপজেলায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে, প্রচন্ড ঝড় ও বর্ষনে জেলার বিভিন্ন এলাকার ভুট্টা ও ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। সেই সাথে গাছ উপড়ে যাওয়ায় আমেরও ব্যাপক ক্ষতি হয়েছে।