ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

নতুন ছবি নিয়ে জায়েদের স্ট্যান্টবাজি: মালেক আফসারী

প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ১৯ মার্চ ২০১৮ সোমবার | আপডেট: ০৯:৫১ পিএম, ১৯ মার্চ ২০১৮ সোমবার

জায়েদ-পরীর ‘অন্তরজ্বালা’ ছবিটি মুক্তির আগেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। ডিসেম্বরে মুক্তির পরও ছবিটি থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই ছবিটি পরিচালনা করেন মালেক আফসারী। ওই সময় ছবির প্রযোজক জায়েদ খান ঘোষণা দিয়েছিলেন ‘এক কয়েদির ডায়রি’ নামে তিনি আরও একটি ছবি প্রযোজনা করবেন। আর এ ছবিরও প্রযোজক থাকবেন মালেক আফসারী।

সে সময় জায়েদ খান বলেছিলেন এ বছরের শুরুতেই তিনি নতুন ছবির কাজ শুরু করবেন। কিন্তু তা আর হয়নি।

এ বিষয়ে মালেক আফসারী বলেন, ‘এক কয়েদির ডায়রি’ ছবিটি কবে শুরু হবে সেটা আমি জানিনা। অদৌ শুরু হবে কিনা সেটাও জানা নেই। কথা ছিল বছরের শুরতেই কাজ শুরু করার। কিন্তু সেটা হয়নি। হতে পারে ছবি করার ঘোষণা স্ট্যান্টবাজি ছিল।  

মালেক আফসারী আরো বলেন, আমি প্রযোজকের পেছনে ঘুরি না। কারো পেছনে ঘুরার অভ্যাস আমার নেই। এ পর্যন্ত দুই ডজন ছবি বানিয়েছি। কেউ বলতে পারবে না কোনো ছবি তৈরির জন্য প্রযোজকের পিছনে পিছনে ঘুরেছি।  

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, যখন সময় সুযোগ হয়ে ওঠবে তখনই কাজ শুরু হবে। এখানে স্ট্যান্টবাজিরতো কিছু নেই। তাছাড়া একজন প্রযোজককে অর্থলগ্নির বিষয়টাও দেখতে হয়। সবকিছু গোছানোর চেষ্টা করছি। সময় হলে শুরু করবো। এটা তো ছেলেখেলা নয়। আমি আবারও বলছি এটা কোনো স্ট্যান্টবাজি নয়। অবশ্যই এ ছবি করবো। তবে হয়ত একটু সময় লাগবে।

এসি