ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১১ ১৪৩১

শামি শুধুই বন্ধু, টাকা পয়সার লেনদেন নেই: আলিশবা

প্রকাশিত : ০৭:৪০ পিএম, ১৯ মার্চ ২০১৮ সোমবার | আপডেট: ১১:২৬ পিএম, ১৯ মার্চ ২০১৮ সোমবার

ম্যাচ ফিক্সিং বিতর্কে মোহাম্মদ শামিকে `স্বস্তি` দিলেন আলোচিত পাকিস্তানের তরুণী আলিশবা। শামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং-এর যে অভিযোগ তার স্ত্রী হাসিন জাহান, তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করছেন আলিশবা।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শামির বন্ধু আলিশবা, শামি একজন সৎ মানুষ। তিনি দেশের সাথে কখনই বিশ্বাসঘাতকতা করবেন না। তিনি বলেন, মোহাম্মদ ভাই নামে আমি কাউকে চিনি না। শামির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাকে ফাঁসানো হচ্ছে বলেও দাবি করেন এই পাক মডেল।

প্রসঙ্গত, শামি-পত্নী হাসিন জাহানের অভিযোগ, মোহাম্মদ ভাই নামের এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়েছেন শামি। দুবাইতে পাক তরুণী আলিশবার হাত দিয়ে সেই টাকা তার কাছে এসে পৌঁছয়। হাসিনের দেওয়া এই তথ্যে নড়েচড়ে বসে ইন্ডিয়া ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরপর শামির বিরুদ্ধে তদন্ত শুরু করেন বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার প্রধান নীরজ পান্ডে। একইসাথে শামির বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে লালবাজারের মহিলা গ্রিভান্স সেলও।

এ অবস্থায় পাক তরুণী আলিশবার স্বীকারোক্তি কিছুটা হলেও স্বস্তি দেবে ভারতীয় এ স্পিডস্টারকে, এমনটাই মনে করছেন শামির অনুসারীরা। আলিশবা জানান, ইনসটাগ্রামেই শামির সাথে কথা হয় তার, এরপর দেখা করেন তারা। শামি `জাস্ট ফ্রেন্ড`।

এক প্রশ্নের জবাবে আলিশবা বলেন, ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারের পর এক পাকিস্তানি ফ্যানের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন শামি। `আসলি বাপ কোন হ্যায়`, এমন কটূক্তি শুনেই পাক ফ্যানের দিকে তেড়ে গিয়েছিলেন ভারতীয় দলের স্পিডস্টার। এ ঘটনা জানার পরই আলিশবার ইচ্ছে হয়, কে এই শামি, তা জানার।

এরপর সোশ্যাল মিডিয়ায় শামিকে মেসেজ করেন তিনি। সেটাই ছিল সূত্রপাত। এরপর থেকেই ফোনালাপ হয় তাদের মধ্যে। এর কিছু দিন পর দক্ষিণ আফ্রিকা থেকে দুবাই হয়ে ভারতে ফেরার সময় আলিশবার সাথে দেখা করেন শামি। দুবাইয়ে শামির সাথে দেখা করার কথাও স্বীকার করেছেন আলিশবা। সূত্র: জিনিউজ

 

আর