রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
প্রকাশিত : ১১:২৭ এএম, ২০ মার্চ ২০১৮ মঙ্গলবার
রাজধানীর গাবতলীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বাদশা মিয়া (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়েছে আরেকজনকে।
মঙ্গলবার ভোর ৪টার দিকে গাবতলীর মধুমতি হোটেলের কাছে এ ঘটনা ঘটে।
দারুস সালাম থানার উপ পরিদর্শক নজরুল ইসলাম জানান, র্যাব ১০ এর একটি দল মঙ্গলবার ভোর ৪টার দিকে গাবতলীর মধুমতি হোটেলের কাছে ওই অভিযান চালায়।
ওই দুই ‘ডাকাত সদস্যের’ কাছ থেকে একটি রিভলবার, রামদা, চাপতি ও চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এছাড়া তাদের সঙ্গে থাকা তিন টনি ট্রাকটিও জব্দ করেছে র্যাব।
র্যাব জানিয়েছে, নিহত বাদশা মিয়া ও তার সহযোগীরা মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
র্যাব ১০-এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. শাহাবুদ্দিন খান জানান, ট্রাকে করে ডাকাতি করে এমন একটি দল গাবতলী দিয়ে যাবে খবর পেয়ে মধুমতি হোটেলের সামনে চেকপোস্ট বসানো হয়। একটি ট্রাকের ব্যাপারে সন্দেহ হয়। তাই থামার সংকেত দেওয়া হলে না থামিয়ে ট্রাক থেকে র্যাবের দিকে গুলি ছোড়া হয়। র্যাবও তখন পাল্টা গুলি চালালে বাদশা ঘটনাস্থলেই নিহত হয় এবং হানিফকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়।
একে// এআর