ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

দুই শতাধিক যাত্রী নিয়ে আটকা পড়া জাহাজ ফিরেছে

প্রকাশিত : ১১:৩৩ এএম, ২০ মার্চ ২০১৮ মঙ্গলবার

নিরাপদে তীরে ফিরিয়ে আনা হয়েছে ২৮১ যাত্রী নিয়ে বঙ্গোপসাগরে আটকা পড়া জাহাজ ‘এমভি মনিরুল হক’কে । মঙ্গলবার সকাল ৭টার দিকে জাহাজটিকে হাতিয়া নৌঘাটে ফিরিয়ে আনা হয়।

হাতিয়া বিআইডব্লিউটিসি নৌঘাটের ইজাদার আলমগীর এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২৮১ যাত্রী নিয়ে বঙ্গোপসাগরে আটকা পড়া জাহাজ এমভি মনিরুল হক আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে হাতিয়া নৌঘাটে ফিরে এসেছে। এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে জাহাজটিতে থাকা দ্বিতীয় ইঞ্জিন সচল হয়। ফলে কোনো সমস্যা হয়নি। জাহাজটি নিরাপদেই ফিরে এসেছে।

তিনি আরও জানান, গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম সদরঘাট থেকে ২৮১ যাত্রী নিয়ে চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া রুটে চলাচলকারী এমভি মনিরুল হক জাহাজটি হাতিয়ার উদ্দেশে রওয়ানা দেয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বঙ্গোপসাগরে আটকা পড়ে।

উল্রেখ্য, এর আগেও এই জাহাজটি সাগরে বিকল হওয়ার ঘটনা ঘটেছে।

একে// এআর