দুর্ঘটনার পর বন্ধ উবারের স্বয়ংক্রিয় যানসেবা
প্রকাশিত : ১২:১৬ পিএম, ২০ মার্চ ২০১৮ মঙ্গলবার
সড়ক দুর্ঘটনায় এক পথচারীর নিহতের ঘটনায় স্বয়ংক্রিয় যান চলাচল সেবা বন্ধ করে দিয়েছে অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান উবার। উত্তর আমেরিকার প্রতিটি শহরে এ সেবা বন্ধ ঘোষণা করেছে দেশটি।
যুক্তরাষ্ট্রের আরিজুয়ানা অঙ্গরাজ্যের টেম্পের এক রাস্তা পাড় হওয়ার সময় ৪৯ বছর বয়সী এক নারী চালকবিহীন গাড়ির ধাক্কায় নিহত হন। এর আগেও চালকবিহীন গাড়ি নানা দুর্ঘটনার কবলে পড়ে। এরই জের ধরে উবার স্বয়ংক্রিয় যান চলাচল বন্ধ ঘোষণা করে। উবারের প্রধান দারা খসরোশাশি বলেন, গাড়ির ধাক্কায় ওই নারী নিহতের ঘটনা নিঃসন্দেহে একটি বড় ধরণের দুর্ঘটনা।
পুলিশ জানিয়েছে, গত রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। এলানি হার্জবার্গ নামের ওই নারী পথচারী চলাচলের জন্য ব্যবহৃত পথ ব্যবহার না করার ফলেই এ দুর্ঘটনা ঘটে।
সূত্র: বিবিসি
এমজে/