ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

মাত্র ১০০ টাকায় পুলিশে চাকরি! (ভিডিও)

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২০ মার্চ ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১২:৩৯ পিএম, ২০ মার্চ ২০১৮ মঙ্গলবার

মাত্র একশ টাকায় চাকরি! তাও আবার পুলিশে! লাখ টাকার ঘুষের বাস্তবতায় তা একেবারেই অলীক-কল্পনা। কিন্তু এই অসম্ভবকে পেছনে ফেলে দুই শ` তরুণ-তরুণীকে কনস্টেবল পদে নিয়োগ দিয়েছে বগুড়ার পুলিশ। আর এ কৃতিত্বের একক দাবিদার এসপি আলী আশরাফ ভুঁইয়া।

শেরপুর উপজেলার রহমতপুর গ্রামের আরিফুল ইসলাম। বড় ভাই রাজমিস্ত্রী। মা কাজ করেন ধানের চাতালে। টানাটানির সংসার। কনস্টেবল পদে লোক নিয়োগের খবর পেয়ে ১০০ টাকার ব্যাংক ড্রাফট জমা দিয়ে করেন আবেদন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েই পেয়ে গেলেন চাকরি।

একই উপজেলার ভাটারা গ্রামের মাসুদ রানাও নিয়োগ পেয়েছেন ঘুষ ছাড়া।

সারিয়াকান্দির নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য রুকাইয়া তামান্না। ২০০ পুলিশের মধ্যে আছেন তিনিও।

কিভাবে সম্ভব হলো এই অসম্ভ কাজ? জানালেন পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়া।

 ঘুষ ছাড়া ২০০ পুলিশ নিয়োগের ঘটনা দুর্নীতি প্রতিরোধে তরুণ-তরুণীদের উৎসাহ যোগাবে বলে মনে করেন স্থানীয়রা।

 শুধু পুলিশে নয়, অন্যান্য চাকরির নিয়োগেও স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা করছেন বগুড়ার মানুষ।

 

 

এসএইচ/