তনু হত্যা: দুই বছরেও শেষ হয়নি তদন্ত
প্রকাশিত : ০৩:২৫ পিএম, ২০ মার্চ ২০১৮ মঙ্গলবার
কুমিল্লায় কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর খুনিরা দুই বছরওে সনাক্ত না হওয়ায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বিক্ষোভসহ বভিন্নি কর্মসূচি পালন করছে তার সহপাঠীরা।
মঙ্গলবার সকালে ভিক্টোরিয়া কলেজ থিয়েটার হলে তনু স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা তনুর হত্যাকারীদরে গ্রফেতারের দাবিতে কলাভবন থেকে শোক র্যালি বের করে। পরে বঙ্গবন্ধু চত্ত্বরে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এদিকে, মামলার তদন্ত কর্মকর্তা জানয়িছেনে, সেনা কর্মকর্তারা মিশনে থাকায় জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া দীর্ঘ হচ্ছ।
প্রসঙ্গত, ২০১৬ সালরে ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে তনুর মৃতদহে উদ্ধার করা হয়।
একে// এআর