ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২০ ১৪৩১

নির্বাচনে না এলে বিএনপি বিলীন হয়ে যাবে: খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ০৯:১৫ পিএম, ২০ মার্চ ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৪:৪১ পিএম, ২৫ মার্চ ২০১৮ রবিবার

দুর্নীতির মামলায় বিএনপি নেত্রী কারাগারে রয়েছেন এতে সরকার ও আওয়ামী লীগের কোন হাত নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি না সেটি আদালতের ওপর নির্ভর করছে। তবে বিএনপি নির্বাচনে না আসলে ক্রমান্বয়ে বিলীন হয়ে যাবে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার কারণে বিএনপি নির্বাচনে অংশ না নিলে নির্বাচন থেমে থাকবে না। নির্বাচন যথা সময়েই অনুষ্ঠিত হবে। বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে দলটি ক্রমান্বয়ে বিলীন হয়ে যাবে। দলটিকে কেউ রক্ষা করতে পারবে না। 

তিনি বলেন, বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে রাখার কোনো পরিকল্পনা আওয়ামী লীগের নেই। নির্বাচন যথাসময়েই হবে। বিএনপি নেতারা জনগণকে বিভ্রান্ত করছে, তাদের কর্মীরাও নেতাদের কথা বিশ্বাস করে না। কিছুদিনের মধ্যেই তাদের অন্তীম ঘন্টা বেজে যাবে।

অনুষ্ঠানে বক্তারা প্রয়াত জিল্লুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, প্রয়াত জিল্লুর রহমান দুর্দিনে শুধু আওয়ামী লীগের হালই ধরেননি, তিনি ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনজন। 

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বক্তৃতা রাখেন সাবেক ছাত্রনেতা আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সাংবাদিক রফিকুল ইসলাম রনি, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, খোকসা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু, রোকন উদ্দিন পাঠান প্রমুখ।

আর/এসি