অরক্ষিত বধ্যভূমিতে চলছে অনৈতিক কর্মকাণ্ড [ভিডিও]
প্রকাশিত : ০৯:৪০ পিএম, ২০ মার্চ ২০১৮ মঙ্গলবার
অরক্ষিত অবস্থায় পড়ে আছে হবিগঞ্জের ফয়জাবাদ বধ্যভূমি। পাহাড় ঘেরা এ বধ্যভূমিতে প্রতিনিয়ত নানা অনৈতিক কর্মকাণ্ড ঘটলেও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের।
ভেঙ্গে পড়েছে স্মৃতিস্তম্ভের বিভিন্ন অংশ। সংস্কারেরও কোন উদ্যোগ নেই। বারবার চেষ্টা করেও কোন সহায়তা মিলছে না বলে অভিযোগ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের।
মুক্তিযুদ্ধের সময় হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থান থেকে অসংখ্য নারী-পুরষকে এনে বন্দি করা হতো হানাদার বাহিনীর শ্রীমঙ্গল ক্যাম্পে। এরপর ফয়জাবাদ হিলে নির্মমভাবে হত্যা করে পুতে ফেলা হতো গর্তে। অসংখ্য বীর মুক্তিযোদ্ধাকেও এখানে এনে হত্যার পর মাটিচাপা দেয়।
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই ঐতিহাসিক ফয়জাবাদ বধ্যভূমি। বধ্যভূমিটি ২০০৬ সালে রক্ষাণাবেক্ষণের উদ্যোগ নেয়া হয়।
গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে গণকবরের স্থানে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ। একই বছরের ২৮সেপ্টেম্বর এর উদ্বোধন করা হলেও এরপর থেকে আর কোন কাজ হয়নি।
বার বার চেষ্টা করেও বধ্যভূমি সংস্কারে কোন সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের।
বধ্যভূমি সংস্কার ও রক্ষণাবেক্ষণে দ্রুত পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
ভিডিও: