ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

অনুষ্ঠিত হল সিঙ্গার সেলাই শিক্ষিকার বার্ষিক সম্মেলন

প্রকাশিত : ০৯:৫২ পিএম, ২০ মার্চ ২০১৮ মঙ্গলবার

সম্প্রতি রাজধানী ঢাকায় সেলাই শিক্ষিকাদের নিয়ে বার্ষিক সম্মেলনের আয়োজন সম্পন্ন করেছে সিঙ্গার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সিঙ্গার সেলাই শিক্ষিকা বা প্রশিক্ষকগণ এতে অংশ নেন।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম এইচ এম ফাইরোজ বলেন, ‘গত কয়েক বছরে সিঙ্গার ব্যবসায়িকভাবে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লাভ করেছে যেখানে সেলাই শিক্ষিকাদের ভূমিকাকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। সেলাই সংক্রান্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সিঙ্গার সেলাই শিক্ষিকাগণ সমাজের নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলছে।’  

আগামি দুই বছর ধরে ইলেকট্রনিক্স পণ্য বিক্রয়কারি প্রতিষ্ঠান সিঙ্গার এবং ব্র্যাকের যৌথ প্রকল্প ‘অবলম্বন’-এর আওতায় দেশব্যাপি প্রায় ৫০০০ দরিদ্র নারীকে সিঙ্গার সেলাই শিক্ষিকাদের মাধ্যমে বিনামূল্যে টেইলরিং কোর্স প্রশিক্ষণ দেবে সিঙ্গার বাংলাদেশ। 

উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশের বিপনণ পরিচালক ভাজিরা তেন্নাকুন এবং বিক্রয় পরিচালক মকবুলে হুদা চৌধুরীসহ প্রতিষ্ঠানটির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ। 

সম্মেলনে সেলাই প্রশিক্ষকদের মধ্যে থেকে সেরা প্রশিক্ষকগণদের পুরস্কৃত করে সিঙ্গার।

//এস এইচ এস//টিকে