ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

ফেনীতে ট্রেনের ধাক্কায় নিহত ৩

প্রকাশিত : ০৮:৪৭ এএম, ২১ মার্চ ২০১৮ বুধবার

ফেনী সদর উপজেলার ফতেপুর রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু্জন। এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রামে রেল যোগাযোগ বন্ধ রয়েছে| আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মাহবুবুর রহমান জানান, বুধবার ভোরে ওই কাভার্ডভ্যানটি শহরতলীর ফতেপুর রেলগেট এলাকায় রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি ট্রেন ওই কাভার্ডভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের তিন যাত্রী নিহত হয়, আহত হয় আরও দুজন। আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একে/ এমজে