প্রাচ্যনাটের ‘লালযাত্রা’ ২৫ মার্চ
প্রকাশিত : ০১:৫০ পিএম, ২১ মার্চ ২০১৮ বুধবার
এবারও প্রাচ্যনাট আয়োজন করেছে ‘লালযাত্রা’। ২৫ মার্চ কালরাতে শহীদদের স্মরণে প্রতি বছরের মতো এবারও থাকছে এই আয়োজন। ওইদিন বিকাল ৫টায় এতে সবান্ধব হাঁটবে নাট্যদলটি।
‘লালযাত্রা’ শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বর থেকে। এটি শেষ হবে ফুলার রোড সড়কদ্বীপের স্মৃতি চিরন্তন চত্বরে।
এ সময় গাওয়া হবে ‘ধনধান্য পুষ্প ভরা’সহ দেশের গান। স্মৃতি চিরন্তন চত্বরে সকল শহীদদের প্রতি সম্মানার্থে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। মূলত ‘লালযাত্রা’র মূল ভাবনা রাহুল আনন্দের। এবারের আয়োজনের বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে ‘লালযাত্রা’র আয়োজন করে নাট্যদল প্রাচ্যনাট। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকে।
এসএ/