ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

‘এ বছরই আমরা বিশ্বের ৪০তম অর্থনীতির দেশ হবো’

প্রকাশিত : ০৪:০৮ পিএম, ২১ মার্চ ২০১৮ বুধবার | আপডেট: ০৪:৩৪ পিএম, ২১ মার্চ ২০১৮ বুধবার

২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে উন্নীত হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শুধা তাই নয়, ২০১৮-তেই বাংলাদেশ বিশ্ব অর্থনীতির ৪০তম দেশ হবে বলে জানান তিনি। মুস্তফা কামাল বলেছেন, বর্তমানে আমরা বিশ্ব অর্থনীতিতে ৪৩তম অবস্থানে আছি। আজ বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়া উপলক্ষে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পরিকল্পণামন্ত্রী বলেন, স্বাধীনতার তিন বছরের মধ্যে স্বল্পোন্নত দেশের তালিকায় উঠেছিল বাংলাদেশ। কিন্তু উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেলাম ৪৩ বছর পর। এখানে আসতে অন্য দেশের তুলনায় আমাদের সময় বেশি লাগলেও এখন আমরা খুব দ্রুত অর্থনৈতিক উন্নয়ন করবো। কারণ আমাদের কর্মক্ষম জনসংখ্যা বেশি। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে আমরা সব দেশ থেকে এগিয়ে। এটা আমরা ধরে রাখতে পারব ২০৬১ সাল পর্যন্ত।

মুস্তফা কামাল বলেন, উন্নয়নশীল দেশের তালিকায় স্থান করে নিতে মাথাপিছু আয়, মানবসম্পদ সূচক এবং অর্থনৈতিক ভঙুরতা সূচক- এ তিনটির যেকোনো দুটি অর্জন করতে পারলেই স্বীকৃতি মেলে। জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক কাউন্সিলের মানদণ্ডে উন্নয়নশীল দেশে উন্নীত হতে একটি দেশের মাথাপিছু আয় হতে হবে কমপক্ষে ১২৩০ ডলার। সেখানে বাংলাদেশের মাথাপিছু আয় ১২৭১। মানবসম্পদ সূচকে প্রয়োজন ৬৬ বা এর বেশি। বাংলাদেশ সেখানে অর্জন করেছে ৭২ দশমিক ৯। এছাড়া অর্থনৈতিক ভঙুরতা সূচকে হতে হবে ৩২ বা এর কম। সেখানে বাংলাদেশের আছে ২৪ দশমিক ৮ শতাংশ।

তিনি বলেন, ২০১০ সালে বিশ্ব অর্থনৈতিক দেশ হিসেবে বাংলাদেশ ছিলো ৫৮তম। কিন্তু সেখান থেকে এখন আমরা ৪৩তম অবস্থানে। ২০২০ সালে আমরা উন্নত দেশ হব। সেখানে আমরা ২০তম অর্থনৈতিক দেশ হিসেবে অবস্থান করব।

তিনি আরও বলেন, ‘ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান ও শ্রীলংকার মতো উন্নয়নশীল দেশের কাতারে এখন বাংলাদেশ। মালয়েশিয়ার মতো অত উন্নত না হলেও আমরা এগিয়ে যাচ্ছি বলে জানান মন্ত্রী।

একে//