ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

‘খালেদার ছেলেরা দুর্নীতির টাকা পাচার করেছে’

প্রকাশিত : ০৫:১৯ পিএম, ২১ মার্চ ২০১৮ বুধবার

জিয়া পরিবারের দুর্নীতির সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রধানমন্ত্রী থাকাবস্থায় খালেদা জিয়া কালো টাকাকে সাদা করেছেন। তার ছেলেরা দুর্নীতি করেছে। অর্থমন্ত্রী কেলেংকারি করেছে।  ক্ষমতায় থাকাবস্থায় এতো টাকা আসে কোত্থেকে? তিনি বলেন, খালেদা জিয়ার ছেলেরা দুর্নীতির টাকা পাচার করেছে। আমেরিকার কোর্টে ধরা খেয়েছে। সিঙ্গাপুরের কোর্টে ধরা খেয়েছে। আল্লাহর রহমতে আমরা সেই টাকা ফিরিয়ে এনে জনগণের কাছে ফেরত দিয়েছি।
আজ বুধবার চট্টগ্রামের পটিয়ায় সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বাংলার মাটিতে জঙ্গিবাদের কোনো স্থান নাই, দুর্নীতির কোনো স্থান নাই, সন্ত্রাসের কোনো স্থান নাই।
পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফের উদ্ধৃতি টেনে বলেন, কোরআন শরীফে লেখা আছে,  এতিমের সম্পদ কেড়ে নেওনা, এতিমের সম্পদ লুট করো না, এতিমের ন্যায্য সম্পদ দিয়ে দাও। আর কোরআন শরীফের নিয়ম না মেনে এতিমখানার নামে টাকা এসেছে। সেই টাকা এতিমকে দেয় নাই। মামলা দিয়েছে কে? তত্বাবধায়ক সরকার। তত্বাবধায়ক সরকার কার লোক? খালেদা জিয়ার লোক। ফখরুদ্দিন, মঈনউদ্দিন, ইয়াজউদ্দিনকে তিনি ক্ষমতায় বসিয়েছিলেন। দুর্নীতি দমন কমিশন মামলা করেছে। কোর্ট রায় দিয়েছে। কোর্টের রায়ও তারা মানেনাই। কোর্টেকেও তারা মানতে চায় না। এমন চরিত্র তাদের।
/ এআর /