ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

মুক্তিযোদ্ধার নাতি পুতিরাও কোটা পাবে: প্রধানমন্ত্রী [ভিডিও]

প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ২১ মার্চ ২০১৮ বুধবার | আপডেট: ০৭:৫২ পিএম, ২১ মার্চ ২০১৮ বুধবার

মুক্তিযোদ্ধাদের শুধু ছেলে মেয়েই নয়, তাদের নাতি পুতিরাও কোটা সুবিধা পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার চট্টগ্রামের পটিয়ার আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতার ব্যবস্থা করে দিয়েছি। তাদের বিশেষ সম্মানে সম্মানিত করেছি। কারণ তাদের আত্মত্যাগের জন্য আমরা স্বাধীন দেশ পেয়েছি। একথা ভুললে চলবে না।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদেরকে আমাদের সম্মান দিতেই হবে। তাদের ছেলে মেয়ে নাতি পুতি পর্যন্ত চাকরিতে কোটার ব্যবস্থা করে দিয়েছি। আর যদি কোটায় তাদের না পাওয়া যায়, তাহলে কোটা শিথিল করা যাবে। সেখানে মেধাবীরা চাকরি পাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নশীল দেশ হিসেবে স্থান করে নিয়েছে।

শেখ হাসিনা বলেন, আমরা ক্ষমতায় থাকলে একটা মানুষও গৃহহারা থাকবে না। যাদের জমি আছে, তাদের টাকা দিয়ে ঘর করার ব্যবস্থা করে দেব।

চট্টগ্রামে ৪১টি প্রকল্পের উদ্ধোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে প্রধানমন্ত্রী চট্টগ্রামের নেভাল একাডেমিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ প্রতিকৃতি ভাস্কর্য এবং বঙ্গবন্ধু কমপ্লেক্স উদ্বোধন করেন।

টিকে