ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৬ ১৪৩১

লবণের দানার সমান কম্পিউটার তৈরি করল আইবিএম

প্রকাশিত : ০৮:০৩ পিএম, ২১ মার্চ ২০১৮ বুধবার

বিশ্বের সবচেয়ে ছোট কম্পিউটার তৈরি করার দাবি করল ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম)। প্রতিষ্ঠানটি বলছে, বিশ্বের সবচেয়ে ছোট কিন্তু শক্তিশালী কম্পিউটার বানিয়েছে তারা।

কম্পিউটারটি উৎপাদনে ০.১০ ডলারেরও কম খরচ হবে, যা টাকার হিসেবে ৮ টাকার কাছাকাছি। দৈনন্দিন কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রে এগুলো যুক্ত করা হবে। এতে কয়েক লাখ ট্রানজিস্টর যুক্ত থাকবে। আর করা যাবে পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও যোগাযোগের মতো কাজ।

গত সোমবার ৪ দিনের আইবিএম থিঙ্ক ২০১৮ সম্মেলন শুরু হয়েছে। সেখানে নতুন কম্পিউটারটি দেখাচ্ছে তারা।

আকারের তুলনায় এর কর্মক্ষমতা অনেক বেশি। ১৯৯০ সালের এক্স৮৬ চিপের সমান কাজ করতে পারে আইবিএমের নতুন ক্ষুদে কম্পিউটারটি। 

ব্লকচেইন পদ্ধতিতে তথ্য সংরক্ষণ ও সেটি নিয়ে কাজ করতে গেলে যে পরিমাণ তথ্য আদান-প্রদান করতে হয় তার জন্য শক্তিশালী কম্পিউটার প্রয়োজন। এগুলো চালাতেও প্রচুর বিদ্যুৎ খরচ হয়। কিন্তু নতুন ক্ষুদে কম্পিউটারগুলো দিয়ে প্রচুর পরিমাণ তথ্য দ্রুত প্রক্রিয়াজাত করা যাবে। রোবট বা কৃত্রিম বুদ্ধিমান প্রোগ্রামে তথ্য বাছাই করার কাজও করা যাবে এই কম্পিউটার দিয়ে।

আইবিএমের গবেষণা প্রধান অরবিন্দ কৃষ্ণ জানিয়েছেন, এটা সবে শুরু। আগামী ৫ বছরে যেকোনো বস্তুতে এমন খুদে কম্পিউটার লাগানো থাকবে।

তবে নতুন ধরনের কম্পিউটারগুলো কখন বাজারে ছাড়া হবে তা নিশ্চিত করেনি আইবিএম। প্রতিষ্ঠানটির গবেষকেরা এর প্রোটোটাইপ বা প্রথম নমুনাগুলো নিয়ে গবেষণা করছেন।

সূত্র: ম্যাশেবল

একে/টিকে