ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

‘কোটায় প্রার্থী না পেলে মেধাবীদের দ্বারা পূরণ করা হবে’

প্রকাশিত : ০৯:১১ পিএম, ২১ মার্চ ২০১৮ বুধবার | আপডেট: ১০:৩৩ এএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

সরকারি চাকরিতে কোটার প্রার্থীর পদ পূরণ না হলে সেখানে মেধাবীদের নিয়োগ দেওয়া যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বুধবার চট্টগ্রামের পটিয়ার আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য আমাদের কোটা ব্যবস্থা করতেই হবে। কারণ তাদের আত্মত্যাগেই তো আমাদের চাকরির সুযোগ। আমাদের স্বাধীনতা, উন্নয়ন শুধু তাদের আত্মত্যাগের জন্যই। দেশ স্বাধীন না হলে আজ চাকরিও থাকতো না, উচ্চপদেও কেউ যেতে পারতো না। এটা ভুললে চলবে না।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদেরকে আমাদের সম্মান দিতেই হবে। তাদের ছেলে মেয়ে নাতি পুতি পর্যন্ত চাকরিতে কোটার ব্যবস্থা করে দিয়েছি। আর যদি কোটায় তাদের না পাওয়া যায়, তাহলে কোটা শিথিল করা যাবে। সেখানে মেধাবীরা চাকরি পাবে। কারণ আমরা চাই দেশ এগিয়ে যাক।

শেখ হাসিনা বলেন, এদেশে দুর্নীতির স্থান নেই, জঙ্গিবাদের স্থান নেই। খালেদা জিয়া দুর্নীতি করেছেন, তিনি শাস্তিও পেয়েছেন। আমরা তো মামলা দেই নাই। তত্ত্বাবধায়কর সরকারের সময় মামলা দিয়েছিল, আদালত রায় দিয়েছে। এখানে আমাদের কোনো হাত নেই।

চট্টগ্রামে ৪১টি প্রকল্পের উদ্ধোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে প্রধানমন্ত্রী চট্টগ্রামের নেভাল একাডেমিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ প্রতিকৃতি ভাস্কর্য এবং বঙ্গবন্ধু কমপ্লেক্স উদ্বোধন করেন।

টিকে