ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

মানিলন্ডারিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের যৌথ ঘোষণা  

প্রকাশিত : ১১:৩৮ পিএম, ২১ মার্চ ২০১৮ বুধবার

মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বন্ধে বাংলাদেশ ব্যাংকের মূল ভবনে এনজিও প্রতিষ্ঠানসমূহের করণীয় শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার (২০ মার্চ) ভবনের ৫ম তলায় জাহাঙ্গীর আলম কনফারেন্সে ৬০টি গুরুত্বপূর্ণ এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধি ও এনজিও প্রতিষ্ঠানের রেগুলেটরদের প্রায় শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর প্রধান ও ডেপুটি গভর্নর জনাব আবু হেনা মোঃ রাজী হাসান প্রধান অতিথি এবং এনজিও এ্যাফেয়ার্স ব্যুরোর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জনাব কে এম আব্দুস সালাম আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভাটিতে সভাপতিত্ব করেন বিএফআইইউ উপ প্রধান জনাব মো. মিজানুর রহমান জোদ্দার।

সভায় মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাস বিরোধী আইনের বিধি-বিধান ও এতদবিষয়ে ইস্যুকৃত নির্দেশনা অনুযায়ী এনজিও প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাদের দায়-দায়িত্ব এবং করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা হয়।

এছাড়াও এনজিও প্রতিষ্ঠানসমূহ কর্তৃক অনুদান গ্রহণ ও সদস্যদের মাঝে বিতরণে যাতে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কর্মকান্ড বা অন্য কোন ধরণের অপরাধমূলক কাজে ব্যয় না হয় সেদিকে সকলকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হয়।

পরিশেষে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিএফআইইউ ও এনজিও এ্যাফেয়ার্স ব্যুরোসহ সংশ্লিষ্ট সকলে একযোগে কাজ করার যৌথ ঘোষণা দেয়া হয়।

এসি