ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৪ ১৪৩১

ফিলিপাইনে আজ আবারও শুরু হচ্ছে সিনেট কমিটির শুনানি

প্রকাশিত : ১১:০৯ এএম, ১৯ মে ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১১:০৯ এএম, ১৯ মে ২০১৬ বৃহস্পতিবার

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনে আজ আবারও শুরু হচ্ছে সিনেট কমিটির শুনানি। দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পর এই প্রথম বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় শুনানি শুরু হচ্ছে। এ নিয়ে সপ্তম দিনে গড়াল শুনানি। এ দফায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় কারা কারা জড়িত এবং অর্থ উদ্ধারের বিষয়ে আরো গভীরভাবে তদন্ত করতে যাচ্ছে সিনেট কমিটি। চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাংকিংয়ের মাধ্যামে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের মাধ্যমে সরিয়ে নেয়া হয়। এ ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় শুরু হলে তদন্ত শুরু করে ফিলিপাইনের সিনেট কমিটি।