ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

‘বাংলাদেশকে সৃষ্টি করাই ছিল ভুল, দখল না করা ছিল আরও বড় ভুল’

প্রকাশিত : ০৮:৫২ এএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ নিয়ে কটুক্তি করেছেন ভারতের আসাম রাজ্যের বিজেপি নেতা ও রাজ্যসভার এমএলএ শিলাদিত্য দেব। সোমবার স্থানীয় একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাংলাদেশ সৃষ্টি করাই ছিল একটি বিরাট ভুল, আর পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার পর এটি দখল না করা ছিল আরও বড় ভুল’।

শিলাদিত্য আরও বলেন, ‘৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে (ভারতের) প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভুল করেছিলেন। নতুন জন্ম নেয়া বাংলাদেশকে ভারতের অংশ হিসেবে দখল করে নেয়নি কংগ্রেস সরকার। এটি ছিল ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভুল। যদি তখন এটিকে ভারতের অংশ করে নেয়া হতো তাহলে ভুলের মাশুলটা আদায় হতো’।

এদিকে টাইমস অব ইন্ডিয়া খবরে বলা হয়েছে, এমন বক্তব্যের পর পত্রিকাটির পক্ষ থেকে শিলাদিত্যের সঙ্গে যোগাযোগ করা হয়। তখনও তিনি তার বক্তব্যে অটল থেকে বলেন, ‘আসামের জনসংখ্যার চিত্র বদলে যাবার পেছনে মূলত প্রতিবেশি দেশটি থেকে মুসলিমদের আগমনই দায়ী। আর এই দিকটির প্রতি নজর দিলেই বুঝা যাবে, কেন তিনি এ কথা বলেছেন’।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এমজে/