ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

বোকোহারামের কবল থেকে ১০১ স্কুল ছাত্রীর মুক্তি

প্রকাশিত : ০৯:৩৯ এএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৪০ এএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

নাইজেরিয়ার দাপোচি থেকে অপহৃত হওয়া ১০১ স্কুলছাত্রীকে মুক্তি দিলো দেশটির জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। একমাস আগে একটি বোর্ডিং স্কুল থেকে ১১০ জন ছাত্রীকে অপহরণ করেছিলো বোকো হারাম সদস্যরা।

দেশটির তথ্যমন্ত্রী লাই মোহাম্মদ জানিয়েছেন, কোনো ধরনের মুক্তিপণ ছাড়াই তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর আগে বোকো হারামের কবল থেকে সেই স্কুল ছাত্রীদের রক্ষায় নিরাপত্তা বাহিনী অভিযানে নামে। তবে একমাসের অভিযানেও কোন ধরণের কূল কিনারা করতে পারেনি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে অপহৃতদের পরিবারে আশঙ্কার মেঘ জমে।

তবে অবশেষে সব জল্পনা-কল্পনার অবসনা ঘটিয়ে অবশেষে মুক্তি মিললো সেই ১০১ স্কুল ছাত্রীর। তবে বাকি ৯ জনের মধ্যে বর্তমানে একজন বোকোহারামের হাতে বন্দি রয়েছে বলে জানা গেছে। বাকি ৮ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার তারা পরিবারের সদস্যদের কাছে ফিরে আসে। সন্তানকে ফেরত পেয়ে আনন্দে ভাসছে দাপোচির বাসিন্দারা। এদিকে স্কুল ছাত্রীদের ফেরত দিলেও তাদের স্কুলে যেতে বারণ করে দিয়েছে বোকো হারামের সদস্যরা। বোকো হারাম পাশ্চাত্য শিক্ষার বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে নেমেছে। তারা ইসলামিক স্টেট থেকে সব ধরণের সহযোগিতা পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস
এমজে/