ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায়ই লেগে থাকে যানজট (ভিডিও)

প্রকাশিত : ১০:২৭ এএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:৪৮ পিএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

প্রতিনিয়ত তীব্র যানজটের কবলে দেশের প্রধান দু’টি মহাসড়ক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা-গোমতী সেতুতে টোল আদায়ে ধীরগতির কারণে বাড়ে এ জট। এছাড়া, ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত মহাসড়ক চার লেনে সম্প্রসারণের কারণে, মাইলের পর মাইল যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়ক সচল রাখতে সবসময় ব্যস্ত থাকতে হয় তাদের।

দেশের সবচেয়ে ব্যস্ত মহাসড়ক ঢাকা-চট্টগ্রাম। সমুদ্রপথে আমদানী-রফতানীর পণ্য পরিবহনের কারণে এই রুটে যানবাহনের চাপ বেশি।

মহাসড়কটি ৪ লেন হলেও দুই লেনের মেঘনা-গোমতী সেতু পারাপারে যানবাহনের চাপ বেড়ে যায় এই অংশে। সেতুর টোল প্লাজায় অসংখ্য ভারী যানবাহনের ওজন পরিমাপে সময় লাগার কারণেও তীব্র হচ্ছে যানজট।

পাশে নির্মাণাধীন সেতুর কাজ শেষ হলে, যানজট কমার আশা করছে হাইওয়ে পুলিশ।

ফেনীর ফতেহপুরে রেলওয়ে ওভারপাস নির্মাণকাজের কারণে, মোহাম্মদ আলী বাজার থেকে লালপোল পর্যন্ত ৬ কিলোমিটার অংশ পার হতে সময় লাগছে এক ঘন্টারও বেশি।

এছাড়া, দেশের অন্যতম ব্যস্ত রুট ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত মহাসড়ক। উত্তরাঞ্চলের ১৬ জেলাসহ অন্তত ৩০টি রুটের যানবাহন চলাচলকারি এই মহাসড়কে বর্তমানে ৪ লেনের কাজ চলছে।

এ’ অবস্থায় গাজীপুরের চন্দ্রা মোড় থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার সড়কে একপাশ দিয়ে চলছে গাড়ি। বেশিরভাগ সময়ই থাকছে যানজট।

চলমান প্রকল্পগুলোর কাজ শেষ হলে, সুফল পাওয়ার আশা মহাসড়ক ব্যবহারকারিদের।