ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

সন্তানকে কোলে নিয়ে মায়ের পরীক্ষার ছবি ভাইরাল

প্রকাশিত : ১০:৩৯ এএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

হলরুমে সবাই পরীক্ষা দিচ্ছেন চেয়ারে বসে। কিন্তু এক তরুণী পরীক্ষা দিচ্ছেন মেঝেতে বসে। সেখানেই চলছে সমান তালে উত্তর লেখাও। এমন একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। কোনো শাস্তিস্বরূপ তাকে মেঝেতে পরীক্ষা দিতে বসতে হয়েছে বলে অনেকের কাছে মনে হলেও আসলে ওই নারী এর মাধ্যমে সন্তানের প্রতি মায়ের অকৃত্রিম ভালোবাসা আরও একবার প্রকাশ্যে আনলেন।

মেঝেতে পরীক্ষা দিতে বসা ওই নারীর বাড়ি আফগানিস্তানে। তার নাম জাহান তাব। দেশটির ডেয়কুন্ডি প্রদেশের একটি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রী তিনি। ২৫ বসয়ী এই নারীর স্বামী পেশায় একজন কৃষক। সংসারের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন জাহান।

ঘটনার দিন নিজের দুই মাস বয়সী শিশুকে নিয়ে পরীক্ষা দিতে যান তিনি। পরীক্ষার সময় শিশুটি পাশেই ছিল। এক পর্যায়ে শিশুটি কান্না শুরু করলে তাকে কোলে নিয়ে মেঝেতে বসে পড়েন তিনি। এরপর পরীক্ষার বাকি সময়টাতে এভাবে লেখেন তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষক ইয়াহিয়া ইরফান কয়েকটি ছবিটি তুলেছেন। একই সঙ্গে ছবি শেয়ার করে সন্তানের জন্য মায়ের সংগ্রামের কথা তুলে ধরছেন। তবে পরীক্ষার পরপরই নয়, ছবিটি ওই শিক্ষক প্রকাশ করেন সন্তান নিয়ে পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হওয়ার পর।

তথ্যসূত্র; সিএনএন, দ্য ইনডিয়ান এক্সপ্রেস।

এসএইচ/