ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

এলডিসি থেকে উত্তরণ

৭০ টাকার স্মারক নোট ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত : ১১:১৩ এএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের গৌরবোজ্জ্বল মুহূর্তকে স্মরণীয় করে রাখতে নতুন স্মারক নোট ইস্যু করছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে `উন্নয়ন অভিযাত্রায় বাংলাদেশ-মার্চ ২০১৮` শীর্ষক নোটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনের পর বাংলাদেশ ব্যাংক থেকে এ নোট কেনা যাবে। বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দুপুর ১২টা থেকে স্মারক নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে কেনা যাবে। পরে বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিসে পাওয়া যাবে।
দৃষ্টিনন্দন ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। আর শুধু খামসহ ৭০ টাকায় কেনা যাবে। এর আগে স্বাধীনতার ৪০ বছর এবং ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে ৪০ ও ৬০ টাকার স্মারক নোট ইস্যু হয়েছিল।
/এআর /