ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

এলডিসি থেকে উত্তরণ

প্রধানমন্ত্রীকে ফুলেল সংবর্ধনা

প্রকাশিত : ১১:৩২ এএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের সাফল্য উদযাপন হচ্ছে আজ। উদযাপনের অংশ হিসেবে এ সমৃদ্ধির কান্ডারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে মন্ত্রিপরিষদ, জাতীয় সংসদ, ব্যবসায়ী সংগঠন, পেশাজীবী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে জাতিসংঘ ও বিশ্বব্যাংকের প্রতিনিধি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন।
বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, জাতীয় সংসদের স্পিকার ড, শিরিন শারমিন, আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে আইনজীবীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান আবদুল বাসেত মজুমদার ও সাহারা খাতুন। সাংবাদিকদের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান ও সম্পাদক ফরিদা পারভীন শুভেচ্ছা জানান। ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান শুভেচ্ছা জানান।
/ এআর /