ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

বিদায়বেলায় বঙ্গবীরের পা ছুঁয়ে বিএসএমএমইউয়ের ভিসির সালাম

প্রকাশিত : ০২:৩২ পিএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান বৃহস্পতিবার দুপুর ১টার সময় বেসরকারি একটি টেলিভিশনকে সাক্ষাৎকার দিচ্ছিলেন। ভিসি হিসেবে তার তিন বছরের মেয়াদ আগামীকাল শেষ হওয়া উপলক্ষে প্রতিক্রিয়া ও অনুভূতি প্রকাশ করছিলেন।

হঠাৎ করে কক্ষে প্রবেশ করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ সময় কাদের সিদ্দিকীকে দেখে সাক্ষাৎকার সংক্ষেপে শেষ করেন তিনি। কাদের সিদ্দিকী দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিলে ভিসি দ্রুত চেয়ার ছেড়ে উঠে সামনে গিয়ে ঝুঁকে কদমবুচি করেন।
এ সময় কাদের সিদ্দিকী তাকে বুকে জড়িয়ে ধরে বলেন, ‘তুমি চলে যাচ্ছো তাই দেখা করতে চলে এলাম।’ এ সময় ভিসি তার কাছে বিশ্ববিদ্যালয় কেমন চালিয়েছে জানতে চাইলে কাদের সিদ্দিকী হেসে বলেন, ‘ভালোই চালিয়েছ তবে নানা চক্রান্ত তো ছিল। মিনিট দুয়েকের মধ্যেই কাদের সিদ্দিকী চলে যান।’

উল্লেখ্য, অধ্যাপক কামরুল হাসান খান ও কাদের সিদ্দিকী একই এলাকা টাঙ্গাইল জেলার বাসিন্দা।

এসএইচ/