ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

‘পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগাতে পারছি না’

প্রকাশিত : ০২:৪৭ পিএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

ঢাকায় শুরু হয়েছে  তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। বৃহস্পতিবার সোনারগাঁও হোটেলে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

উদ্বোধনী অনুষ্ঠানে মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, বিমান বাংলাদেশের সেলস পরিচালক  আলী আহসান বাবুসহ পর্যটন সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মেলায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেন, আমাদের দেশে পর্যটনের বিপুল সম্ভাবনা আছে। কিন্তু আমরা সে সম্ভাবনা কাজে লাগাতে পারছি না। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে আমাদের এ সম্ভাবনা কাজে লাগাতে হবে। বিদেশি পর্যটক আকর্ষনে আরো উদ্যোগী হতে হবে। সেক্ষেত্রে বিদেশি মিশন ও গণমাধ্যমগুলোকেও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, আমাদের বিমান বন্দরসহ আকাশ পথে চলাচল অনেকটা ঝুঁকিপূর্ণ। ভবিষ্যতে যেন বিমান দূর্ঘটনার মতো এমন হৃদয় বিদারক ঘটনা না ঘটে সেজন্য সতর্ক হতে হবে। আমি বিমানবন্দর ঠিক করার ব্যাপারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স এ মেলার টাইটেল স্পন্সর। পার্টনার হিসেবে সহযোগিতা করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মেলায় ৪৮টি প্রতিষ্ঠান ৬০স্টল ও ৫টি প্যাভিলিয়নে দেশ-বিদেশের পর্যটন সংস্থা, বিমান সংস্থা, ট্রাভেল ও ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্ট, আর্থিক প্রতিষ্ঠানসহ পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা উপস্থাপন করছে।

মেলা চলাকালীন শনিবার সোনারগাঁও হোটেলে ‘ বাংলাদেশের প্রেক্সাপটে নৌপর্যটন’ শীর্ষক একটি  সেমিনার অনুষ্ঠিত হবে। মেলা ২৪ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় প্রবেশমুল্য রাখা হয়েছে জনপ্রতি ৩০টাকা। প্রবেশ কুপনের ওপর মেলার শেষদিন অর্থাৎ ২৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় গ্র্যান্ড র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। র‌্যাফেল ড বিজয়ীদের জন্য রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যের এয়ার টিকেট,  ট্যুর প্যাকেজ, তারকা হোটেলে রাত্রিযাপন, লাঞ্চ ও ডিনার কুপনসহ বিভিন্ন পুরস্কার।

/ এআর /