ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

চীনের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আসছে যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ০৩:০৮ পিএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র রাশিয়ার পর এবার চীনের ওপর বাণিজ্য ও বিনিয়োগ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই দেশটির পণ্যের উপর কড়া শুল্ক আরোপ করতে যাচ্ছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন বানিজ্য থেকে মেধাস্বত্ত্ব সম্পদ হস্তান্তর ও চুরির অভিযোগসহ দেশটির বাজার ধ্বংসের চেষ্টার অজুহাতে এই নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞার আওতায় ডোনাল্ড ট্রাম্প বার্ষিক ৬০ বিলিয়ন ডলার কর আরোপ করবে বলে জানিয়েছে হোয়াইটহাউজ। উল্লেখ্য চীনের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে অধিকসংখ্যক লোকের কর্মসংস্থান তৈরিতেও এ নিষেধাজ্ঞা কাজে আসবে বলে মনে করছেন ট্রাম্প। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের প্রশাসনের কর্তাব্যক্তিরা চীনের ওপর বার্ষিক ৩০ বিলিয়ন ডলারের শুল্ক আরোপের পক্ষে মত দিলেও ডোনাল্ড ট্রাম্প তা দ্বিগুণ করে ৬০ বিলিয়ন ডলার করার কথা বলছেন।

যুক্তরাষ্ট্রে প্রবেশিধাকার প্রাপ্ত শতাধিক পণ্যের ওপর এ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এদিকে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেন, আমরা কোন ধরণের বাণিজ্য যুদ্ধে জড়াতে চাই না। যুদ্ধ কোনদিন শান্তি বয়ে আনে না। তাই আশা করি দুই পক্ষই এ বিষয়ে সতর্ক থাকবে।

সূত্র: নিউইয়র্ক টাইমস
এমজে/