ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের স্বীকৃতি সারা দেশে উদযাপিত(ভিডিও)

প্রকাশিত : ০৩:২০ পিএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৩:২৪ পিএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

আনন্দ র‌্যালি ও বিভিন্ন আনুষ্ঠানিকতায় সারা দেশেই উদযাপিত হচ্ছে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের স্বীকৃতি। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের স্বীকৃতি উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে এই সমাবেশ করে শিক্ষক-শিক্ষার্থীরা।
এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, এই অর্জন ধরে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় সক্রিয় ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী ও সরকারকে ধন্যবাদ জানিয়ে র‌্যালি ও সমাবেশ করেছে ভিকারুন্নিছা স্কুল ও কলেজ।
উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় খুলনায় আনন্দ র‌্যালি করেছে জেলা প্রশাসন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ এতে অংশ নেয়।  
সকালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ থেকে বের হয় আনন্দ র‌্যালি। অংশগ্রহণকারীরা দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকে সাধুবাদ জানায়।
রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা শেষে বের করা হয় আনন্দ র‌্যালি।
সিলেটেও জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়। শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।
রাজশাহীর আলুপট্টি মোড় থেকে র‌্যালি বের হয়ে রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়। পরে হয় সমাবেশ।
উন্নয়নশীল দেশের মর্যাদা উদযাপনে বরগুনা জেলা প্রশাসন র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শ্লোগানে টাঙ্গাইল গাইবান্ধা, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, ভোলা, যশোরসহ সব জেলাতেই উদযাপন হচ্ছে উন্নয়নশীল দেশের স্বীকৃতি।