বীর প্রতীক কাকন বিবির মৃত্যুতে সিলেটে শোকের ছায়া(ভিডিও)
প্রকাশিত : ০৩:২৪ পিএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার
বীর প্রতীক কাকন বিবির মৃত্যুতে সিলেটে নেমেছে শোকের ছায়া। গতরাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। দাফনের জন্য এই মুক্তিযোদ্ধার মরদেহ নেয়া হচ্ছে গ্রামের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারে। কাকন বিবির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত কয়েক বছর ধরে নানা অসুখে ভুগছিলেন বীরাঙ্গনা কাকন বিবি। রোববার গুরতর অসুস্থ হলে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বুধবার রাতে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান সংগ্রামী এই নারী। তার বয়স হয়েছিল ১০০ বছর।
কাকন বিবির মৃত্যুতে শোকে কাতর স্বজন ও সহযোদ্ধারা। সুনামগঞ্জের দোয়ারাবাজারের লক্ষিপুর গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।
১৯৭১ সালে প্রথমে মুক্তি বাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করেন কাকন বিবি। বিষয়টি জানাজানি হলে হানাদার পাকিস্তানিরা তাকে নির্মমভাবে নির্যাতন করে। পরে অস্ত্রহাতে ২০টি সম্মুখযুদ্ধে অংশ নেন বীরপ্রতীক কাকন বিবি।