ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের প্রশংসা(ভিডিও)

প্রকাশিত : ০৩:২৭ পিএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৩:২৭ পিএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের প্রশংসা করে শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ, বিশ্বব্যাংক, এডিবি, জাইকাসহ বিভিন্ন সংস্থা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় এই স্বীকৃতিকে উন্নয়ন যাত্রার সবুজ সংকেত হিসেবে উল্লেখ করেন ওই সব সংস্থার শীর্ষ ব্যক্তিরা। একইসঙ্গে অর্থনৈতিক, সামাজিকসহ সবক্ষেত্রে উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন-অগ্রগতিতে আপ্লুত জাতিসংঘ, বিশ্বব্যাংক, এডিবি, জাইকাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা।

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বিষয়ক সংস্থা- ইউএনডিপির কর্মকর্তা এভাবেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উদ্ধৃত করে জানান বাংলার অগ্রযাত্রার কথা।

জাতিসংঘের মহাসচিব বলেন, দারিদ্র দূরীকরণ ও ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়তে এই স্বীকৃতি বিশ্বের জন্য সবুজ সংকেত। বাংলার মানুষের কঠোর পরিশ্রম আর শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের প্রশংসা করেন তিনি।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে বাংলাদেশ। যা বিশ্বের কাছে এখন শিক্ষণীয়।

আর জাইকার প্রেসিডেন্ট বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সব সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এডিবি প্রধান তুলে ধরেন সবক্ষেত্রে দেশের উন্নয়ন ও সাফল্যের চিত্র।

সবার বক্তব্যে উঠে আসে বাংলার মানুষের কঠোর শ্রম আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কথা।