ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

নব্য জেএমবি`র শীর্ষ দুই জঙ্গি গ্রেফতার

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

নব্য জেএমবি`র শীর্ষ দুই জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই দুই জঙ্গির নাম- হাদিসুর রহমান সাগর (৩৫) ও আকরাম হোসেন নিলয় (২৫)। বুধবার রাত দেড়টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পরপরই তাদের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সিটিটিসির উপকমিশনার মহিবুল ইসলাম খান।

সিটিটিসি সূত্রে জানা গেছে, হাদিসুর রহমান সাগর গুলশানের হলি আর্টিজান হামলার ঘটনায় অন্যতম পলাতক আসামি। তার বাড়ি জয়পুরহাট। ২০১৪-১৫ সালে তামিম চৌধুরীর হাত ধরে নব্য জেএমবিতে যোগ দেয় সে। নব্য জেএমবিতে সে বোমা তৈরির কারিগর হিসেবেও পরিচিত ছিল। আর নিলয় ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গত আগস্টে রাজধানীর পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে বিস্ফোরণের ঘটনায় অর্থের জোগান দেওয়া অভিযোগ রয়েছে। তার বাড়ি কিশোরগঞ্জে। সে জেএমবির অন্যতম শীর্ষ একজন অর্থদাতা।

একে// এআর