ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

ওমরাহ পালনে সৌদি গেলেন স্পিকার

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী তার পরিবার নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। বৃহস্পতিবার সকালে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

আমিরাতের একটি নিয়মিত বিমান স্পিকারসহ তার পরিবার নিয়ে সকাল ৯টা ৫৫মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়ে।

সংসদের সিনিয়র সচিব ড. এম আব্দুল রব হাওলাদার এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তারা বিমান বন্দরে ‍স্পিকার ও তার পরিবারকে বিদায় জানান।

ওমরাহ শেষে আগামী ২৬ মার্চ ড. শিরিন শারমিন এবং তার পরিবারের দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র: ইউএনবি

একে// এআর