ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৪ ১৪৩১

১৫% ভ্যাট আরোপ করা বিপদজনক হবে বলে মন্তব্য করেছেন ড. ওয়াহিদ

প্রকাশিত : ০৭:০০ পিএম, ১৯ মে ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৭:০০ পিএম, ১৯ মে ২০১৬ বৃহস্পতিবার

ঢালাওভাবে ১৫% ভ্যাট আরোপ করা বিপদজনক হবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আইসিএবি-প্রথম আলো শীর্ষক প্রাক-বাজেট আলোচনায় তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, দেশের বিনিয়োগ চাহিদা আশঙ্কাজনকহারে কমে যাচ্ছে, বাজেটে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে উদ্যোগ নেয়া উচিত। এছাড়াও গেল পাঁচ বছরের পরিসংখ্যান টেনে তিনি শিক্ষাখাতে বাজেট কমে যাওয়াও আশঙ্কা প্রকাশ করে। আলোচনায় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ উপজেলা পর্যায় থেকে রাজস্ব আদায়ের পরামর্শও দেন। এদিকে, মানবাধিকার কর্মী সুলতানা কামালও অপেক্ষাকৃত পিছিয়ে থাকা খাতগুলোর জন্য বাজেটে অনুদান যোগ হবে বলেও আশা প্রকাশ করেন।