হলি আর্টিজানে হামলা: অস্ত্র জোগানদাতা আটক
প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৮:০০ পিএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় অস্ত্র জোগানদাতা হিসেবে পুলিশের কাছে পরিচিত জঙ্গি সাগর অবশেষে ধরা পড়েছে।
বৃহস্পতিবার ভোররাতে বগুড়া থেকে নব্য জেএমবির নেতা হাদিসুর রহমান সাগরের (৩৫) সাথে আকরাম হোসেন নিলয় (২৫) নামে আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের দাবি, জেএমবির নেতা সাগর গুলশান হামলার অস্ত্রের জোগানদাতা এবং নিলয় রাজধানীর পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে বিস্ফোরণের ঘটনায় অর্থের জোগানদাতা। নিলয়ের বাড়ি কিশোরগঞ্জে আর সাগরের বাড়ি জয়পুরহাটে।
গ্রেপ্তারের পর দুজনকে ঢাকায় আনা হয়েছে। সাগরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে সাত দিনের হেফাজতে নিয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। হলি আর্টিজান বেকারিতে হামলা ঘটনার দুই বছর হলেও এখনও এই মামলায় অভিযোগপত্র এখনও জমা পড়েনি। এ ঘটনায় ১৭ বিদেশিসহ ২২ জনকে হত্যা করে জঙ্গিরা।
তাদের ঢাকায় আনার পর গুলশান হামলার মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির পরিদর্শক হুমায়ুন কবির ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নিয়ে যান সাগরকে। আদালতের মাধ্যমে সাত দিনের হেফাজতে নিয়েছে সিটিটিসি।
হামলায় জড়িত যাদের বিভিন্ন অভিযানে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন- মিজানুর রহমান ওরফে বড় মিজান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী’, রাশেদুল ইসলাম রাশেদ ওরফে র্যাশ, রাকিবুল হাসান রিগান, সোহেল মাহফুজ।
সন্দেহভাজন আসামিদের মধ্যে তামিম চৌধুরী, বাশারুজ্জামান চকলেট, ছোট মিজানসহ কয়েকজন মারা গেছেন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে। নর্থসাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত করিমকেও এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি এখন কারাগারে রয়েছেন।
আর/টিকে