ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

২০ কোটি টাকার ইয়াবার ফেলে দৌড়

প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১০:০৩ পিএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং কাটাবনিয়া এলাকা থেকে চার লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার রাত নয়টার দিকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এর আনুমানিক দাম দাম ২০ কোটি টাকা। তবে ঘটনায় কাউকে আটক করা যায়নি।

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফয়জুল ইসলাম মণ্ডল গণমাধ্যমকে বলেন, সাগর উপকূলীয় এলাকা দিয়ে ইয়াবার বড় চালান আসবে এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা কাটাবনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে সন্দেহভাজন তিনজনকে ধাওয়া করলে তারা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা দুটির ভেতরে চার লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়। যার দাম আনুমানিক ২০ কোটি টাকা। ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও গণমাধ্যমকে জানান তিনি।

 

আর/টিকে