ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

উন্নয়নশীল দেশের স্বীকৃতিতে কাতারে বিশেষ আলোচনা সভা

প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

উন্নয়নশীল দেশের স্বীকৃতিতে কাতারস্ত বাংলাদেশ দূতাবাস আলোচনা সভার আয়োজন করেছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে যোগ্যতা অর্জন করায় বুধবার কাতারের পাঁচ তারকা হোটেল গ্রেন্ড হায়াত হল রুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে ও দূতাবাসের শ্রম কাউন্সিলর কাজী জাবেদ ইকবালের উপস্থাপনায় এতে বাংলাদেশের উন্নয়নমুখী দিকগুলো তুলে ধরেন প্রবাসী বাংলাদেশি শফিকুল ইসলাম।

রাষ্ট্রদূত আসুদ আহমদ বলেন, “জাতির পিতা স্বল্পোন্নত দেশ করেছিলেন, আর জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী করলেন উন্নয়নশীল দেশ। আর উন্নয়নশীল দেশের এ অগ্রযাত্রা ধরে রাখতে হবে আমাদের। এ যাত্রা যেন থেমে না যায়। গর্বিত জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে”।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. সিরাজুল ইসলাম, প্রথম সচিব নাজমুল হাসান, শ্রম সচিব রবিউল ইসলাম, দ্বিতীয় সচিব আজগর হোসেন, তৃতীয় সচিব মো. মনিরুজ্জামানসহ কাতারের রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটি নেতারা।

//এস এইচ এস//