ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

নেপালে তীক্ত অভিজ্ঞতা বিমানমন্ত্রীর

“আমার কলজেতে পানি ছিল না”

প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

গত ১৩ মার্চ নেপালে বাংলাদেশি উড়োজাহাজের দুর্ঘটনার পর আহতদের দেখতে নেপাল গিয়েছিলেন বাংলাদেশের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামাল। এসময় তাকে বহনকারী বিশেষ বিমানটি নেপালের আকাশসীমায় অতিরিক্ত এক ঘণ্টা সময় উড়েছিল। আর এতেই জীবন সংশয়ে পরে যান শাহজাহান কামাল।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক ট্যুরিজম মেলা “ইউ-এস বাংলা ঢাকা ট্রাভেল মার্ট-২০১৮” এর উদ্বোধনকালে এমন তীক্ত অভিজ্ঞতার কথা নিজেই জানান বিমান মন্ত্রী। তিনি বলেন, “নেপালে বিমান দুর্ঘটনার পর আমি সেখানে গেলে আকাশে আমাদের বিমান এক ঘণ্টা আটকে রাখে। আমি এক ঘণ্টা নামতে পারিনি।’

“পাইলটদের কাছে যাইয়া জানতে চাইলাম আবার কী হয়! না! না! আমি যাইনি। আমাদের কর্মকর্তারা গেছে। আমাদের এভিয়েশনের যারা ছিল তাদের বলছি, তারা গিয়ে জানতে চেয়েছে নামতে পারবে কি, পারব না। আসলাম দেখার জন্য, এখন দেখা যায় ......। আমার গলা শুকাই গেছে। কলজেতে পানি ছিল না। আমি বলছি, পাশের দেশে ল্যান্ড করো”।

এক পর্যায়ে বিমানে পর্যাপ্ত জ্বালানি আছে কী না তাও জানতে চেয়েছিলেন তিনি। এমন অভিজ্ঞতার পর নেপালের ত্রিভুবন বিমানবন্দরকে ঝুকিপূর্ণ হিসেবেই মেনে নেন শাহজাহান কামাল।

এরপর মেলার উদ্বোধন উপলক্ষ্যে অবশিষ্ট বক্তব্যে উড়োজাহাজ সংশ্লিষ্ট সকলকে সতর্কতার সাথে ফ্লাইট পরিচালনার নির্দেশ দেন তিনি। তিনি বলেন, “বিমানের পাইলট-ক্রুদের প্রতি লক্ষ্য রাখবেন। ব্যবসা বড় কথা নয়, ব্যবসার চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। সম্পদের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো অনেক বেশি কেয়ারফুল (যত্নবান)। ভবিষ্যতে যাতে নেপালের মতো দুর্ঘটনা না ঘটে সেটার জন্য সকলে সতর্ক থাকতে হবে”।

নেপালে অবস্থানকালে দেশটির সরকারকে ত্রিভুবন বিমান বন্দরের সংস্কার করার তাগিদ দেওয়ার কথাও জানান বিমানমন্ত্রী শাহজাহান কামাল। তিনি বলেন, “আমি নেপালের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে বলেছি, আপনাদের বিমানবন্দর ঠিক করুন। আমি সেখানে গিয়ে পাইলটদের কোনো দোষ দেয়নি। কারণ, আমাদের পাইলটরা খুব এক্সপার্ট”।

ভ্রমণ বিষয়ক পাক্ষিক বাংলাদেশ মনিটর ১৫তম বারের মতো এ মেলার আয়োজন করেছে। তিন দিনব্যাপী এ মেলার টাইটেল স্পন্সর ইউএস বাংলা এয়ারলাইন্স। এয়ারলাইন্স পার্টনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অন্যতম পৃষ্ঠপোষক বাংলাদেশ টুরিজ্যম বোর্ড

এবারের মেলায় বাংলাদেশসহ ৪৮টি প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন ও ৬০টি স্টলে তাদের পণ্য প্রদর্শন করা হচ্ছে। থাকছে বিশেষ ছাড় ও ভিসা প্রসেসিংয়ের ব্যবস্থা। এছাড়া মেলায় প্রবেশ কুপনের ওপর রয়েছে গ্রান্ড র‍্যাফেল ড্র।

আজ শুরু হয়ে মেলা চলবে আগামী ২৪ মার্চ শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মেলা প্রদর্শনী সকলের জন্য উন্মোক্ত থাকবে।

//এস এইচ এস//টিকে