মধ্যরাতে ঢাবিতে ছাত্রদের বিক্ষোভ
প্রকাশিত : ১২:১০ এএম, ২৩ মার্চ ২০১৮ শুক্রবার
সহপাঠীকে র্যাব ধরে নেওয়ার খবরে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী টিএসসি ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ করে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবিলম্বে তাদের তিন সহপাঠীর মুক্তি দাবি করেন। এ সময় তারা কয়েকটি গাড়ি ভাংচুর করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আরিফুল ইসলাম নামের বিজয় একাত্তর হলের একজন শিক্ষার্থী গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ১০টার দিকে কাঁটাবন এলাকায়েএকটি প্রাইভেটকারের সাথে শিক্ষার্থীদের মটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েকজন র্যাব সদস্য এসে বিজয় একাত্তর হলের তিন ছাত্রকে ধরে নিয়ে যায়। তাদের মুক্তির দাবিতে আমাদের এ বিক্ষোভ।
এ বিষয়ে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান গণমাধ্যমকে জানান, রাতে কাঁটাবন এলাকায় মটরসাইকেল আরোহী দুই-তিনজন তরুণ যানজটে পড়ে। সেখানে রাস্তার পাশে র্যাবের একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার দাঁড়িয়েছিল। তরুণরা গাড়ির একটি গ্লাস ভেঙে দেয়।
তখন র্যাব সদস্যরা এর কারণ জানতে চাইলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেয়।
তিনি বলেন, ওই শিক্ষার্থীদের আটক করা হয়নি। তারা ওই গ্লাস মেরামত করে দিতে চেয়েছে, সে বিষয়ে আলোচনা চলছে।
আর