ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৪ ১৪৩১

চুয়াডাঙ্গার সীমান্তে সজল নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেছে বিএসএফের তদন্ত কমিটি

প্রকাশিত : ০৭:৩২ পিএম, ১৯ মে ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৩২ পিএম, ১৯ মে ২০১৬ বৃহস্পতিবার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে কিশোর শিহাব উদ্দিন সজল নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেছে বিএসএফের তদন্ত কমিটি। তাদেরকে তথ্য-উপাত্ত দিয়েছে বিজিবি। বুধবার সীমান্তের নতুনপাড়া আমবাগানে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠকে ঘটনার সাক্ষীরা বিএসএফ তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন কমিটির সদস্যরা। শনিবার জীবননগর সীমান্তের আমবাগানে বিএসএফ সদস্যরা কিশোর শিহাবকে বেধড়ক পিটিয়ে ও গুলি করে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।