জিম্বাবুয়ের বিশ্বকাপ স্বপ্ন শেষ
প্রকাশিত : ১১:৪৬ এএম, ২৩ মার্চ ২০১৮ শুক্রবার
সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে ২০১৯ সালের আইসিসি বিশ্বকাপে জায়গা করে নিতে পারল না জিম্বাবুয়ে। অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও আরব আমিরাতের বিপক্ষে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে শেষপর্যন্ত ৩ রানে হারে দলটি। এই হারের ফলে বিশ্বকাপ স্বপ্ন শেষ জিম্বাবুয়ের।
আজ শুক্রবার আফগানিস্তান ও আয়ারল্যান্ডেরের মধ্যে যে দল জিতবে তারাই চলে যাবে বিশ্বকাপের মূল পর্বে। আর যদি ড্র হয় তাহলে জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যে নেট রান রেটে যারা এগিয়ে থাকবে তারাই বিশ্বকাপে খেলবে। নেট রান রেটের হিসাবে এই তিন দলের মধ্যে বর্তমানে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড।
গতকাল জিম্বাবুয়ের এই হারের ফলে ১৯৭৯ সালের পর এই প্রথম বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল টেলর-সিকান্দার রাজাদের জিম্বাবুয়ে।
২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপের ১২তম আসর। ওই আসরে মোট দশটি দল অংশ নিবে। এই দশটি দলের মধ্যে র্যাংকিংয়ের ভিত্তিতে আগেই সাতটি দল নির্ধারণ হয়ে গেছে। বাকি দুইটি দল আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বের মাধ্যমে নির্ধারণ হবে। বাছাইপর্ব থেকে ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বাকি দলটি নির্ধারিত হবে আজ।
এসএইচ/